অধ্যক্ষের বাণী

কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, সুসাহিত্যিক মনোজ বসু, মহানায়ক ধীরাজ ভট্টাচার্য এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রধান উদ্যোক্তা প্রয়াত সাবেক সফল শিক্ষামন্ত্রী এএসএইচকে সাদেকের পদচারনার ভূমি হরিহর নদীর তীরে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠানটি ইআইআইএন- ১১৫৯৫১ (মাধ্যমিকের এমপিও কোড ৫৫০৫০৪১৩০১, উচ্চ মাধ্যমিকের এমপিও কোড ৫৫০৫০৭৩১০১ এবং মাধ্যমিক ভোকেশনালের এমপিও কোড ৫৫০৫০৪১৩০১ )| শ্রেণি শিক্ষকগণ ডিজিটাল কন্টেন্ট তৈরী করে মাল্টিমিডিয়া ক্লাস ও সৃজনশীল শিক্ষাদানে সর্বদা সচেষ্ট থাকেন। অত্র প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা সকল পাবলিক পরীক্ষার ফলাফল যশোর শিক্ষাবোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের সন্তোষজনক মেধা তালিকায় স্থান করে আসছে।