যশোর জেলার কেশবপুর উপজেলায় কেশবপুর পৌরসভার প্রাণকেন্দ্রে ৫ একর ৪৭ শতক অখন্ড জমির উপর বিভিন্ন ফলজ, বনজ ও শোভাবর্ধন বৃক্ষের ছায়াতলে একাডেমিক ও প্রশাসনিক ভবনগুলি ২টি গেট সমন্বয়ে বাউন্ডারী ওয়াল দ্বারা বেষ্ঠিত কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অবস্থিত। যার ইআইআইএন- ১১৫৯৫১। প্রতিষ্ঠানটি মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, নাট্যকার মনোজ বসু, অবিভাক্ত বাংলার চলচিত্র জগতের অন্যতম অভিনেতা ধীরাজ ভট্টাচার্য এর পদচারনার ভূমি হরিহর নদীর তীরে প্রতিষ্ঠিত। অত্র প্রতিষ্ঠানে ৩৫০ আসনবিশিষ্ট আধুনিক সাউন্ড সিস্টেমসহ মানসম্মত স্টেজের একটি অডিটোরিয়াম ভবন এবং ২.২৪ একর জমির উপর একটি বিশাল সমতল খেলার মাঠ আছে। নিয়মিত লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাসহ সাংস্কৃতিক কর্মকান্ড প্রতিপালিত হয় এবং জাতীয় পর্যায়ে খেলাধূলাসহ সাংস্কৃতিক কর্মকান্ডে ছাত্রছাত্রীরা কৃতিত্ব স্থাপন করে আসছে।
প্রতিষ্ঠানটি জেএসসি, এসএসসি, এসএসসি ভোকেশনাল ও এইচএসসি পরীক্ষার নির্বাচিত পাবলিক পরীক্ষাকেন্দ্র এবং অন্যান্য পরীক্ষাকেন্দ্রের ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। অত্র প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা সকল পাবলিক পরীক্ষার ফলাফল যশোর শিক্ষাবোর্ড ও বাংলাদেশ কারিগরি শিক্ষাবোর্ডের সন্তোষজনক মেধা তালিকায় স্থান করে আসছে। শ্রেণি শিক্ষকগণ ডিজিটাল কন্টেন্ট তৈরী করে মাল্টিমিডিয়া ক্লাস ও সৃজনশীল শিক্ষাদানে সর্বদা সচেষ্ট থাকেন। অত্র উপজেলায় আর কোন সরকারি মাধ্যমিক বিদ্যালয় নেই। প্রতিষ্ঠানটি ২০১৮সালে জাতীয়করণ করা হয়। শিক্ষার সামগ্রিক পরিবেশ অনুকূলে থাকায় প্রতিবছর পাবলিক পরীক্ষায় উপজেলায় ঈর্ষানীয় ফলাফল অর্জণ করে ।
